Logo

চলতি বছরেই শুরু হচ্ছে বহুকাঙ্খিত মনু প্রকল্পের কাজ

রিপোটার : / ৬৪৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১২ আগস্ট, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

মনু নদীর প্রকল্পটি ইতোমধ্যে প্রধানমন্ত্রী একনেক সভায় অনুমোদন দিয়েছেন। প্রকল্পের পরিচালকও নিয়োগ দেয়া হয়েছে। তাই এবছরের এই প্রকল্পের কাজ শুরু হবে। বুধবার দুপুরে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করতে এসে পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার এ কথা বলেন।

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর আহবানে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেছে মৌলভীবাজার পৌরসভা। এসময় সচিব বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিব বর্ষ’ উপলক্ষে সারাদেশে ১০ মিলিয়ন গাছের চারা রোপণ করার উদ্যোগ নেয়া হয়েছে। যার ধারাবাহিকতায় সংস্কার করা নদীর পাড়েও গাছের চারা রোপন করা হচ্ছে।

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার ফারুক আহমেদ, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমানসহ দলীয় নেতৃবৃন্দ।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed