Logo

রাস্তার কাজে অনিয়মের প্রতিবাদে কুলাউড়ায় মানব বন্ধন

রিপোটার : / ৫০২ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০

image_pdfimage_print

কমলকন্ঠ রিপোর্ট ।।

মৌলভীবাজারের কুলাউড়া-রবিরবাজার-শরীফপুর রাস্তা সংস্কার কাজে অনিয়মের প্রতিবাদে ও রাস্তা মেরামতের কাজ দ্রুত সম্পন্ন করার দাবীতে আজ ১১ আগষ্ট মঙ্গলবার জেলার কুলাউড়া উপজেলার দক্ষিণ রবিরবাজার শহীদ মিনার প্রাঙ্গনে ভুক্তভোগী এলাকাবাসীর উদ্যোগে এক মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়।
জাসদ নেতা আব্দুল গাফফার কায়সুলের সভাপতিত্বে তরুন ব্যবসায়ী আহমদ মোনায়েম মান্নার পরিালনায় মানব বন্ধনে বক্তব্য রাখেন পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবাব আলী বাখর খান, সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, কমিউনিষ্ট পার্টি কুলাউড়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ মোশারফ আলী, বিএনপি নেতা আকদ্দছ আলী, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নবাব আলী সাজ্জাদ খান, পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নবাব আলী তাকি খান, ইউপি সদস্য আব্বাছ আলী, বিশিষ্ট রাজনীতিবিদ কমরেড এমএ আহাদ, খন্দকার শাহাজান, ছাত্র ইউনিয়ন উপজেলা সভাপতি ফয়জুল হক ও হাসান আল মোহাম্মদ রাজু প্রমুখ।
মানববন্ধনে রবিরবাজার ব্যবসায়ী ও পরিবহন শ্রমিক বিভিন্ন শ্রেনীপেশার জনসাধারণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রায় দেড় বছর যাবত কুলাউড়া- রবিরবাজার- শরীফপুর রাস্তাটি সংস্কার করার নামে ঠিকাদারী প্রতিষ্টান গর্ত আর খানাখন্দ করে রেখেছে। এছাড়াও নিম্নমানের নির্মান সামগ্রী ব্যবহার করায় সাধারণ মানুষের মাঝে ক্ষোভ ও প্রতিক্রীয়া সৃষ্টি হয়েছে। বক্তাগন এ বিষয়ে তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা গ্রহনের দাবী জানান।


আরো সংবাদ পড়ুন...

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Developed By Radwan Ahmed