কমলকন্ঠ রিপোর্ট।।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯০ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বঙ্গমাতার জীবনী ও বাংলাদেশের স্বাধীনতার জন্য যে তার অসীম অবদান সম্পর্কে আলোচনা সভা ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব, মোঃ আশেকুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এম.পি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মোঃ রফিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. এস.এম আজাদুর রহমান, সহ-সভাপতি সিদ্দেক আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান রাম ভজন কৈরি, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম প্রমুখ।