কমলকন্ঠ রিপোর্ট ।।
কমলগঞ্জে বৈদিক শিক্ষাকেন্দ্র গীতাস্কুল প্রতিষ্টায় অগ্রণী ভূমিকা পালন করায় সনাতনী প্রবাসী গ্রুপের প্রধান সমন্নয়কারী সূর্য মালাকার শিপনকে ও কমলগঞ্জের বিভিন্ন এলাকায় ব্যক্তি উদ্যোগে গীতা শিক্ষাকেন্দ্রের প্রতিষ্টাতা শ্রী সমর পাল রিপন কে সম্মাননা প্রদান করলো সনাতন ধর্মীয় সামাজিক সংগঠন তরুন সনাতনী সংঘ (টিএসএস) কমলগঞ্জ উপজেলা শাখা।
দেশের প্রচলিত স্বাস্থ্যবিধি মেনে আজ ৭ই আগষ্ট শুক্রবার দুপুরে সংগঠনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্টান -২০২০ শেষে তাদের এই সন্মাননা প্রদান করা হয়।
কমলগঞ্জ উপজেলা সদরের ভানুগাছ বাজারস্থ সংগঠনের কার্যালয়ে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আগামী দুই বছরের জন্য তরুন সনাতনী সংঘ(টি.এস.এস)কমলগঞ্জ উপজেলা শাখার ৭১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির এ অভিষেক অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা কমিটির সভাপতি শ্রী দীপু কর্মকার, বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে জেলা কমিটির সাধারন সম্পাদক শ্রী জগদীশ দাশ ও যুগ্ন সাধারণ সম্পাদক শ্রী পবলু দত্ত জয় । অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কমিটির কার্যকরী উপদেষ্টা শ্রী অপু রায় পার্থ, সনাতনী প্রবাসী গ্রুপের প্রধান সমন্নয়কারী সূর্য মালাকার শিপন ও কমলগঞ্জের বিভিন্ন এলাকায় ব্যক্তি উদ্যোগে গীতা শিক্ষাকেন্দ্রের প্রতিষ্টাতা শ্রী সমর পাল রিপন।
অনুষ্টানের শুরুতেই প্রধান অতিথি ফিতা কেটে কমলগঞ্জ উপজেলা সদরে সংগঠনের নতুন অফিসের আনুষ্টানিক উদ্ভোধন করেন ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের কমলগঞ্জ উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতি অফিসার শ্রী বিশ্বজিৎ রায়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নবনির্বাচিত কমিটির সাংগঠনিক সম্পাদক শ্রী রাজন দত্ত রাজু । এ সময় তিনি নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণের পর তাদের পরিচালিত বিভিন্ন কর্মকান্ডের কথা তুলে ধরেন।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক শ্রী ঝলক রঞ্জন দাশ, সহঃ সাধারন সম্পাদক সাগর দেবনাথ, সন্তোষ মালাকার ও মাধবপুর ইউনিয়ন কমিটির সভাপতি শ্রী রবি মুন্ডা প্রমুখ । অনুষ্টান শেষে সকলের মধ্যে কৃষ্ণপ্রসাদ বিতরণ করা হয়।