কমলকন্ঠ রিপোর্ট ।।
মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক গণপরিষদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার বিকেলে পাওয়া করোনা রিপোর্টে তাঁর করোনা পজেটিভ ধরা পরেছে। এখবর
পেয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে উন্নত চিকিৎসার জন্য বুধবার রাত ১২টায় বাংলাদেশ বিমান বাহিনীর মৌলভীবাজার রাডার ইউনিট থেকে এয়ার এম্বুল্যান্সে করে ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁকে ওই হাসপাতালের ৪১১ নং কেবিনে রাখা হয়েছে বলে জেলা পরিষদ সূত্রে জানা গেছে।
মৌলভীবাজারের সিভিল সার্জন ডাঃ তৌউহীদ আহমদ বৃহস্পতিবার সকালে জানান, ল্যাব থেকে ফোনে আমাকে বিষয়টি নিশ্চিত করা হয়েছি যে, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান করোনা পজিটিভ।
মৌলভীবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, প্রধানমন্ত্রী নির্দেশে সশস্ত্র বাহিনী বিভাগের সহযোগীতা ও জেলা প্রশাসনের তত্ত্বাবধানে করোনা ভাইরাসে আক্রান্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, স্বাধীনতা পুরস্কারে ভূষিত, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমানকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উন্নত চিকিৎসার জন্য এয়ার এম্বুল্যান্সে করে পাঠানো হয়েছে।