Logo

জেলা প্রশাসকের কাছে লোডশেডিংয়ের প্রতিকার চাইলেন বড়লেখাবাসী

রিপোটার : / ৫২৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৫ আগস্ট, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

মৌলভীবাজারের বড়লেখায় পল্লী বিদ্যুতের মাত্রাতিরিক্ত লোডশেডিংসহ বিভিন্ন সমস্যার কথা নবাগত জেলা প্রশাসকের কাছে তুলে ধরে তার সমাধানের দাবি জানিয়েছেন উপজেলাবাসী।
বুধবার (৫ আগস্ট) দুপুরে বড়লেখা উপজেলা পরিষ সভাকক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা সমস্যা ছাড়া এলাকার সম্ভাবনাময় পর্যটন খাতের কথাও তুলে ধরেন। সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্যব্যক্তিবর্গের সাথে এ মতবিনিময়ে জেলা প্রশাসক তার পক্ষ থেকে সমস্যাগুলো সমাধানে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। সভায় বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, নারী ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াছিনুল হক, বড়লেখা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অরুন কুমার চক্রবর্ত্তী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস, উপজেলা প্রকৌশলী সামছুল হক ভুঁইয়া, সুজানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নছিব আলী, সদর ইউনিয় পরিষদ চেয়ারম্যান সিরাজ উদ্দিন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি লুৎফুর রহমান চুন্নু, বড়লেখা প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, দৈনিক যুগান্তরের সাংবাদিক আব্দুর রব প্রমুখ।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed