কমলকন্ঠ রিপোর্ট ।।
মৌলভীবাজারের কমলগঞ্জে বিষপানে নিকুঞ্জ মল্লিক (৫৫) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত ১টায় এ ঘটনা ঘটে।
কমলগঞ্জ থানা ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে অভিমান করে উপজেলার নছরতপুর গ্রামের মালাকার পল্লীর তিন কন্যা সন্তানের জনক নিকুঞ্জ মল্লিক শুক্রবার দিবাগত রাতে বিষপান করে আত্মহত্যা করেছেন।
ঘটনার খবর পেয়ে রাত ২টায় কমলগঞ্জ থানার পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
লাশের ময়নাতদন্তের জন্য শনিবার সকালে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুধীন চন্দ্র দাশ বলেন, বিষপানের কোনো কারণ জানা যায়নি। আপাতত থানায় একটি অপমৃত্যু দায়ের হয়েছে।