কমলকন্ঠ রিপোর্ট ।।
মৌলভীবাজার জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার)’র দিক নির্দেশনায়, মাদকবিরোধী অভিযানে বৃহস্পতিবার (৩০ জুলাই) শ্রীমঙ্গল থানা এলাকায় নিয়মিত মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে ১০২ পিস ইয়াবা সহ এক মাদক ডিলার মোছাঃ মিলি বেগম উরফে জোৎস্না বেগম (৪৫)কে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
সিনিয়র সহকারী পুলিশ সুপার, (শ্রীমঙ্গল সার্কেল) আশরাফুজ্জামান আশিক এর সার্বিক সহায়তা ও শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেকের নেতৃত্বে, এসআই আল আমিন, এসআই রুকনুজ্জমান, এএসআই নজরুল ইসলাম এবং সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় মাদক নির্মুলের অভিযান পরিচালনা করা হয়।