Logo

বড়লেখায় রাস্তার পাশে থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

রিপোটার : / ৫৯১ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৯ জুলাই, ২০২০
আলীকদম

কমলকন্ঠ রিপোর্ট ।।

মৌলভীবাজারের বড়লেখায় মো. সমেত মিয়া (৬০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৯ জুলাই) বেলা আড়াইটার দিকে বড়লেখা পৌরশহরের পাখিয়ালা এলাকার থেকে লাশটি করা হয়। নিহত সমেত মিয়া উপজেলার মোহাম্মদনগর গ্রামের মৃত সিদেক আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে পৌরশহরের পাখিয়ালা এলাকার ঈদগার পাশে স্থানীয় এলাকার লোকজন এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি থানা-পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে লাশটি উদ্ধার করে। এসময় নিহত ব্যক্তির পকেট থেকে ভিক্ষার টাকা ও একটি ব্যাগে কিছু চাল পাওয়া যায়।

বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) কৃষ্ণ মোহন দেবনাথ বলেন, স্থানীয়ভাবে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছি। ওই ব্যক্তি ভিক্ষুক। তাঁর পকেট থেকে ভিক্ষার টাকা ও একটি ব্যাগ পাওয়া গেছে। ব্যাগে কিছু চাল রয়েছে। দেহে আঘাতের কোনো চিহ্ন নেই। লাশটি মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে। হয়তো হঠাৎ পেশার বেড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed