Logo

কমলগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী মটর সাইকেল মহড়া

রিপোটার : / ৫৮৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

মৌলভীবাজার জেলার কমলগঞ্জে আসন্ন পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় সারা দেশব্যাপী মাদক বিরোধী কার্যক্রমের অংশ হিসাবে কমলগঞ্জ থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী এক মটর সাইকেল মহড়া অনুষ্টিত হয়। ( ২৮ জুলাই) রোজ মঙ্গলবার কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.আরিফুর রহমানের নেতৃত্বে দুপুর ২ টায় কমলগঞ্জ থানা পুলিশ এই বিশেষ মহড়ায় অংশগ্রহন করে। মহড়া শেষে ওসি মো. আরিফুর রহমানের সভাপতিত্বে পৃথক দুটি কার্যক্রম অনুষ্টিত হয়। পৌর বনিক সমিতির কার্যালয়ে অনুষ্টিত পৌর বিট পুলিশের এক সভায় মাদক বিরোধী কার্যক্রম সহ বিভিন্ন অপরাধ মুলক কার্যক্রমে সকলের সহযোগীতা কামনা করেন।উক্ত কার্যক্রমে আরও উপস্হিত ছিলেন পৌর বিট পুলিশ কর্মকর্তা এএসআই সুষেন চন্দ্র দাশ, এএস আই সবুঝ মিয়া সহ থানা পুলিশের বিভিন্ন কর্মকর্তা এসময় আরও উপস্হিত ছিলেন পৌর বনিক সমিতির সহসভাপতি কাজী মামুনুর রশীদ, বনিক সমিতির সাধারন সম্পাদক এ্যাড. সানোয়ার হোসেন সহ বিট পুলিশের কর্মকর্তাবৃন্দ স্হানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও বিভিন্ন মিডিয়ার স্হানীয় প্রতিনিধিরা। পৌর বনিক সমিতির কার্যালয়ে অনুষ্টান শেষে ভানুগাছ বাজার চৌমহনায় অবস্হিত সিএনজি শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে সিএনজি পরিবহন শ্রমিকদের ওসি মো. আরিফুর রহমান বলেন কোন প্রকার চাঁদাবাজি সহ সন্ত্রাসের শিকার হলে থানা পুলিশের সহযোগীতা নিতে। এছাড়াও তিনি পরিবহন শ্রমিকদের কোন প্রকার অপরাধ মূলক কর্মকান্ডে জড়িত না হতে অনুরোধ করে বলেন সকল প্রকার অপরাধ কঠোর হাতে দমনে কমলগঞ্জ থানা পুলিশ সংকল্পবদ্ধ। সবশেষে আসন্ন ঈদ-দুল আযহার নামাজ সহ কোরবানি দেওয়ার ক্ষেত্রে স্বাস্হ্যবিধি ও সরকারি নির্দেশনা মানার জন্য সকলের প্রতি বিশেষ ভাবে অনুরোধ করেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed