কমলকন্ঠ রিপোর্ট।। মৌলভীবাজার জেলার কমলগঞ্জের দরিদ্র অসহায় ব্যক্তিদের মাঝে ঈদের শুভেচ্ছা উপহার সামগ্রী বিতরণ করলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামীলীগের নেত্রী বিলকিস বেগম । আজ মঙ্গলবার (২৮জুলাই) বিকালে তিনি তার নিজ অর্থায়নে আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে কমলগঞ্জ সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ২৫ জনকে এ ঈদের শুভেচ্ছা উপহার সামগ্রী প্রদান করেন । উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, তেল, পেয়াজ, সেমাই ও চিনি । শুভেচ্ছা উপহার সামগ্রী বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ মোঃ নুরুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থা কমলগঞ্জ ইউনিটের সদস্য সচিব রাজন দত্ত রাজু, হাজী মোঃ মাহমুদ আলী, ,শিক্ষক মোঃ মুমিন মিয়া, মাওঃ দেলওয়ার হোসেন, আলমগীর রাজা চৌধুরীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ।