Logo

শমশেরনগরে রেলস্টেশনের প্লাটফর্ম নির্মাণে অনিয়ম

রিপোটার : / ৫৩৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৬ জুলাই, ২০২০

image_pdfimage_print

কমলকন্ঠ রিপোর্ট ।।

সিলেট-আখাউড়া সেকশনের মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর রেলস্টেশনের প্লাটফর্ম বর্দ্ধিত করন নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। নি¤œমানের পাথর, বালু ও কনক্রিট মিশ্রিত উপকরণ সামগ্রী দিয়ে দায়সারাভাবে কাজ চলছে বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে। কাজের বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিনিধি ও প্রকৌশলী কোন ধরণের তথ্য প্রদানে অনিহা প্রকাশ করছেন।

সরেজমিনে দেখা যায়, শমশেরনগর রেলস্টেশনের উত্তর পার্শ্বে প্লাটফর্ম বর্দ্ধিত ও নির্মাণ কাজ চলছে। প্লাটফর্মের ২শ ফুট দৈর্ঘ্য ও ১৫ ফুট প্রশস্তকরণ কাজ করা হচ্ছে। তবে নি¤œমানের পাথর, বালুসহ উপকরণ সামগ্রী ব্যবহার করা হচ্ছে। সংশ্লিষ্ট ঠিকাদারের প্রতিনিধি ও প্রকৌশলী সেখানে উপস্থিত থাকলেও সিডিউলসহ কোন তথ্যাদি তাদের কাছে নেই বলে জানান।

শমশেরনগরের স্থানীয় বাসিন্দা শামীম আহমদ, তোফাজ্জল মিয়া ও রেল স্টেশনের নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্টাফ বলেন, স্টেশনের বর্দ্ধিত করণ নির্মাণ কাজে নিম্নমানের পাথর ও পলিবালি মিশ্রিত করে তড়িঘড়ি কাজ সম্পন্ন করা হচ্ছে। এসব কাজে ব্যাপক অনিয়ম হয়ে হলেও দেখার কেউ নেই।

শমশেরনগর স্টেশন মাস্টার জামাল হোসেন বলেন, স্টেশনের বর্দ্ধিতকরণ কাজ চলছে। তবে সিডিউলসহ প্রাক্কলিত ব্যয় কত, এসব বিষয়ে আমাদেরকে কেউ কোন তথ্য দেয়নি। ঠিকাদারের প্রতিনিধি আবুল হোসেন বলেন, কত টাকা ব্যয়ে কাজ হচ্ছে সে তথ্য আমার কাছে নেই। তবে বালু, পাথর ও রড সহ কাজের মান ভালো রয়েছে।
এব্যাপারে রেলওয়ের উর্দ্বতন সহকারী প্রকৌশলী (রেল) জুয়েল হোসেন তার নিজের কাছে সিডিউল নেই দাবী করে বলেন, কাজে কোন অনিয়ম বা ত্রæুটি দেখা যায়নি। বালু, পাথরের মান ভালো রয়েছে। তবে ঠিকাদার একাজে লাভবান হচ্ছেন না।


আরো সংবাদ পড়ুন...

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Developed By Radwan Ahmed