Logo
সংবাদ শিরোনাম :
মনোনয়ন নিয়ে ফিরে নিজ এলাকায় অভিনন্দিত হলেন উপাধ্যক্ষ আব্দুস শহীদ বর্ণাঢ্য আয়োজনে নাচে-গানে সাঙ্গ হলো ঐতিহ্যবাহী মণিপুরি মহারাসলীলা মৌলভীবাজার-৪ আসনে ৭ম বারের মতো মনোনয়ন পেলেন উপাধ্যক্ষ আব্দুস শহীদ গঙ্গা স্নানের মাধ্যমে সম্পন্ন হল চা শ্রমিকদের ২৩তম কাত্যায়ানী পূজা কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্য দিয়ে রাসোৎসব শুরু মণিপুরী চারণ কবি গোকুলানন্দ গীতিস্বামীর জন্মবার্ষিকী পালন কমলগঞ্জে জিপিএ-৫ পেয়েছে-১১৩ জন ।। পাসের হার- ৭১.৯৮% শ্রীমঙ্গলে গারোদের নবান্ন উৎসব ‘ওয়ানগালা’কে ঘিরে আনন্দ আয়োজন কমলগঞ্জে দু’দিনব্যাপী মধুচাষীদের প্রশিক্ষণ সমাপ্ত আবারও টানা ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছে বিএনপি কমলগঞ্জে খাসিয়াদের ঐতিহ্যবাহী ‘খাসি বর্ষ বিদায় ’ উৎসব পালিত পাত্রখোলা চা বাগানের ক্লাব সড়ক থেকে ৫টি আকাশমনি গাছ চুরি মৌলভীবাজার-৪ আসনে কে হচ্ছেন নৌকার মাঝি ! কমলগঞ্জে পরিবার কল্যাণ সেবা সপ্তাহ উপলক্ষে  এ্যাডভোকেসি সভা কমলগঞ্জে হরতালে বিএনপি`র বিক্ষোভ মিছিল কমলগঞ্জ মাদকসহ ১ জন আটক ইউএনও’র পরিচয় দিয়ে প্রতারক চক্রের টাকা দাবি ৭ম বারের মতো মৌলভীবাজার-৪ আসনে দলীয় মনোনয়ন কিনলেন ড. শহীদ কমলগঞ্জ ইসকন নামহট্ট মন্দিরে অন্নকূট উৎসব পালন আগুনে পুড়ে ছাঁই হলো অসহায় পরিবারের বসতঘর

শমশেরনগরে রেলস্টেশনের প্লাটফর্ম নির্মাণে অনিয়ম

রিপোটার : / ৬৫৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৬ জুলাই, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

সিলেট-আখাউড়া সেকশনের মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর রেলস্টেশনের প্লাটফর্ম বর্দ্ধিত করন নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। নি¤œমানের পাথর, বালু ও কনক্রিট মিশ্রিত উপকরণ সামগ্রী দিয়ে দায়সারাভাবে কাজ চলছে বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে। কাজের বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিনিধি ও প্রকৌশলী কোন ধরণের তথ্য প্রদানে অনিহা প্রকাশ করছেন।

সরেজমিনে দেখা যায়, শমশেরনগর রেলস্টেশনের উত্তর পার্শ্বে প্লাটফর্ম বর্দ্ধিত ও নির্মাণ কাজ চলছে। প্লাটফর্মের ২শ ফুট দৈর্ঘ্য ও ১৫ ফুট প্রশস্তকরণ কাজ করা হচ্ছে। তবে নি¤œমানের পাথর, বালুসহ উপকরণ সামগ্রী ব্যবহার করা হচ্ছে। সংশ্লিষ্ট ঠিকাদারের প্রতিনিধি ও প্রকৌশলী সেখানে উপস্থিত থাকলেও সিডিউলসহ কোন তথ্যাদি তাদের কাছে নেই বলে জানান।

শমশেরনগরের স্থানীয় বাসিন্দা শামীম আহমদ, তোফাজ্জল মিয়া ও রেল স্টেশনের নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্টাফ বলেন, স্টেশনের বর্দ্ধিত করণ নির্মাণ কাজে নিম্নমানের পাথর ও পলিবালি মিশ্রিত করে তড়িঘড়ি কাজ সম্পন্ন করা হচ্ছে। এসব কাজে ব্যাপক অনিয়ম হয়ে হলেও দেখার কেউ নেই।

শমশেরনগর স্টেশন মাস্টার জামাল হোসেন বলেন, স্টেশনের বর্দ্ধিতকরণ কাজ চলছে। তবে সিডিউলসহ প্রাক্কলিত ব্যয় কত, এসব বিষয়ে আমাদেরকে কেউ কোন তথ্য দেয়নি। ঠিকাদারের প্রতিনিধি আবুল হোসেন বলেন, কত টাকা ব্যয়ে কাজ হচ্ছে সে তথ্য আমার কাছে নেই। তবে বালু, পাথর ও রড সহ কাজের মান ভালো রয়েছে।
এব্যাপারে রেলওয়ের উর্দ্বতন সহকারী প্রকৌশলী (রেল) জুয়েল হোসেন তার নিজের কাছে সিডিউল নেই দাবী করে বলেন, কাজে কোন অনিয়ম বা ত্রæুটি দেখা যায়নি। বালু, পাথরের মান ভালো রয়েছে। তবে ঠিকাদার একাজে লাভবান হচ্ছেন না।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed