Logo

কমলগঞ্জে গাঁজাসহ আটক এক

রিপোটার : / ৬১৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৫ জুলাই, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার থেকে ৩৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ৮ ঘটিকার সময় অভিযান চালিয়ে ৩৫০ গ্রাম গাঁজাসহ পতনঊষার ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মো. কয়ছর মিয়া (৫০)কে হরিশ্বরন রোড মুন্সীবাজার থেকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার অতিরিক্ত উপ পরিদর্শক (এএসআই) মো. হামিদুর রহমান ও অতিরিক্ত উপ পরিদর্শক (এএসআই) মো. আয়েছ মিয়ার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেন জানান, এ ঘটনায় কমলগঞ্জ থানায় মাদক আইনে মামলা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed