Logo
সংবাদ শিরোনাম :
ভানুবিলের কৃতিপুরুষ জননেতা হিজম ইরাবতের ১২৭ তম জন্মবার্ষিকী পালিত কমলগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস পালিত কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত  অনৈতিক সম্পর্কের ছবি দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে কমলগঞ্জে যুবক আটক  কমলগঞ্জে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা কমলগঞ্জে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ে মতবিনিময় সভা ফতেপুর ইউনিয়নের সার্ভার হ্যাক করে রোহিঙ্গাদের নিবন্ধন  মৌলভীবাজারের কৃতি সন্তান পরমানু বিজ্ঞানী ড. খলিলুর রহমান আর নেই সৈয়দ শামসুল ইসলাম বাবুর জানাজা সম্পন্ন, বিভিন্ন মহলের শোক প্রকাশ কমলগঞ্জ পৌরসভায় ওয়াটার সাপ্লাই প্রকল্পের ৪৮টি পাইপ গায়েব !

কমলগঞ্জে মৌলিক সাক্ষরতা প্রকল্পের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

রিপোটার : / ৬৩৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৫ জুলাই, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মৌলিক সাক্ষরতা প্রকল্পের ইউনিয়ন ভিত্তিক শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্যবিধি মেনে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।

আজ শনিবার (২৫জুলাই ) সকালে কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের মিলনায়তন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ও WE ARE FRIENDS FOR HUMAN (WAFFH) সংস্থার বাস্তবায়নে এ পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নান । ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ১ মোঃ সোলেমান হোসেন ভুট্রো সভাপতিত্বে বালিগাওঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় মৌলিক সাক্ষরতা প্রকল্পের শিক্ষক রাজন দত্ত রাজু সঞ্চালনায়। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায়, ইউপি সদস্য মোঃ মাহমুদ আলী,সাংবাদিক সজিব দত্ত ঝুমন, মুমিনুর ইসলাম, রতন দত্ত, নাদিয়া আক্তার নিয়ারুন, মহিলা ইউপি সদস্য নুরজাহান বেগম বক্তব্য রাখেন মৌলিক সাক্ষরতা প্রকল্পের সদর ইউনিয়নের সুপারভাইজার জগদীশ দত্ত, মুন্সিবাজার ইউনিয়ন সুপারভাইজার সাইফ উদ্দিন সেলিম প্রমুখ। চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নান বক্তব্যে বলেন, ৬ মাসব্যাপী এ সাক্ষরতা প্রকল্পের মাধ্যমে এখন তারা তাদের ঠিকানা লিখতে, বই ও পেপার পড়তে ও হিসাব-নিকাশ করতে পারেন। চেয়ারম্যান আরো বলেন, ভবিষ্যতে সরকারের এ ধরনের প্রকল্প বাস্তবায়িত হলে তারা আরো উপকৃত হবেন। অনুষ্ঠান শেষে ইউনিয়নের ৩২টি শিখন কেন্দ্র থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে ১২ জন শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে মাথাপিছু ৬টি করে মেলাইমান প্লেইট প্রদান করা হয়।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed