কমলকন্ঠ রিপোর্ট ।।
মৌলভীবাজারের কমলগঞ্জ, বড়লেখা ও জুডি উপজেলার পৃথক ৩টি স্থানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মদক ও নগদ অর্থসহ ৩ ব্যক্তিকে আটক করেছে পুলিশ ।
শুক্রবার দিবাগত রাত ১টার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের উত্তর বালিগাঁও গ্রাম থেকে গাঁজার গাছ সহ ওয়াইত মিয়া (৩০) এক যুবককে আটক করেছে পুলিশ। সে ওই গ্রামের রূপা মিয়ার ছেলে।
জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে কমলগঞ্জ থানার এসআই ফজলে রাব্বীর নেতৃত্বে একদল পুলিশ উত্তর বালিগাঁও গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার বাড়ির পাশ থেকে ১৬টি গাঁজার গাছ জব্দ করা হয়।
অপরদিকে গোপন খবরের ভিত্তিতে অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদারের নেতৃত্বে জুড়ী থানার পুলিশ শুক্রবার সন্ধ্যায় শহরের কামিনীগঞ্জ বাজার বড় মসজিদ সড়ক এলাকায় অভিযান চালিয়ে বিপুল রুদ্র পাল (২৫) নামে এক যুবককে জনকে ২০০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির নগদ বিশ হাজার টাকাসহ আটক করেছে । বিপুল উপজেলার রত্না চা বাগান স্টাফ লাইন এলাকার রবি রুদ্র পালের পুত্র। এ দুটি ঘটনায় মাদক আইনে কমলগঞ্জ ও জুড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক দুটি মামলা হয়েছে।
একই দিন সন্ধ্যায় জেলার বড়লেখা পৌরশহরের আহমদ ম্যানশনের সামনে থেকে এক বোতল ভারতীয় মদ ও ৮ পিস ইয়াবাসহ আব্দুল আহাদ (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ ৩টি ঘটনায় মাদক আইনে কমলগঞ্জ, বড়লেখা ও জুড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক ৩টি মামলা হয়েছে।