কমলকন্ঠ রিপোর্ট ।। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার প্রধান বানিজ্যকেন্দ্র ভানুগাছ পৌর বাজার । এই বাজারের একটি জনগুরুত্বপূর্ন সড়ক হচ্ছে হাজী মদরিছ আলী সড়ক । শ্রীমঙ্গল সড়ক ও ভানুগাছ সড়কের মধ্যে সংযোগ স্থাপনকারী এই সড়কটি উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাবে বর্মানে বেহাল দশায় পতিত হয়েছে। পর্যাপ্ত ড্রেনেজ সুবিধার অভাবে রাস্তার উপর বৃষ্টির জল জমে সৃষ্টি হয়েছে অসংখ্য খানা খন্দকের । একটু বৃষ্টিতেই জল জমে রাস্তাটি চলাচলের অনুপযুক্ত হয়ে পড়ে । এর ফলে এই সড়কে চলাচলকারী সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা যাতায়াতে পোহাচ্ছেন চরম দূর্ভোগ ।
বাজারের অন্যান্য সড়কগুলোতে পৌরকর্তৃপক্ষ ষ্ট্রীট লাইটের আলোয় আলোকিত করলেও এই সড়কটির ভাগ্যে জুটেনি তা । ফলে রাত্রিবেলা এই সড়কটিকে একটি ভূতুড়ে গলি বলে মনে হয। রাতের বেলা অন্ধকারাচ্ছন্ন এই রাস্তাটিতে অপরাধীদের পদচারনার কারণে সাধারণ মানুষ এই পথে ভয়ে চলাচল করতে চাননা ।
ভূক্তভোগী ব্যাবসায়ী ও এলাকাবাসী অন্ধারাচ্ছন্ন এই রাস্তায় পর্যাপ্ত আলোর ব্যবস্থাসহ ড্রেনেজ সমস্যার আশু সধানান দাবী করেছেন। তাদের দাবীর প্রতি সন্মান জানিয়ে সংম্লিষ্ট কর্তৃপক্ষ আশু পদক্ষেপ গ্রহন করবেন এটাই সচেতন মহলের প্রত্যাশা।