Logo

জনগুরুত্বপূর্ন হাজী মদরিছ আলী সড়কের বেহাল দশা

রিপোটার : / ৬২৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১১ জুলাই, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার প্রধান বানিজ্যকেন্দ্র ভানুগাছ পৌর বাজার । এই বাজারের একটি জনগুরুত্বপূর্ন সড়ক হচ্ছে হাজী মদরিছ আলী সড়ক । শ্রীমঙ্গল সড়ক ও ভানুগাছ সড়কের মধ্যে সংযোগ স্থাপনকারী এই সড়কটি উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাবে বর্মানে বেহাল দশায় পতিত হয়েছে। পর্যাপ্ত ড্রেনেজ সুবিধার অভাবে রাস্তার উপর বৃষ্টির জল জমে সৃষ্টি হয়েছে অসংখ্য খানা খন্দকের । একটু বৃষ্টিতেই জল জমে রাস্তাটি চলাচলের অনুপযুক্ত হয়ে পড়ে । এর ফলে এই সড়কে চলাচলকারী সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা যাতায়াতে পোহাচ্ছেন চরম দূর্ভোগ ।

বাজারের অন্যান্য সড়কগুলোতে পৌরকর্তৃপক্ষ ষ্ট্রীট লাইটের আলোয় আলোকিত করলেও এই সড়কটির ভাগ্যে জুটেনি তা । ফলে রাত্রিবেলা এই সড়কটিকে একটি ভূতুড়ে গলি বলে মনে হয। রাতের বেলা অন্ধকারাচ্ছন্ন এই রাস্তাটিতে অপরাধীদের পদচারনার কারণে সাধারণ মানুষ এই পথে ভয়ে চলাচল করতে চাননা ।

ভূক্তভোগী ব্যাবসায়ী ও এলাকাবাসী অন্ধারাচ্ছন্ন এই রাস্তায় পর্যাপ্ত আলোর ব্যবস্থাসহ ড্রেনেজ সমস্যার আশু সধানান দাবী করেছেন। তাদের দাবীর প্রতি সন্মান জানিয়ে সংম্লিষ্ট কর্তৃপক্ষ আশু পদক্ষেপ গ্রহন করবেন এটাই সচেতন মহলের প্রত্যাশা।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed