Logo

চা বাগান বাংলোতে মায়া হরিণ!

রিপোটার : / ৬০৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১১ জুলাই, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

মৌলভীবাজারের কমলগঞ্জের মৃত্তিঙ্গা চা বাগান ম্যানেজার বাংলো থেকে একটি মায়া হরিণ উদ্ধার করেছে লাউয়াছড়া বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।

শুক্রবার সন্ধ্যায় বাগানের প্রহরীরা লোকালয়ে বেড়িয়ে আসা হরিণটিকে আটক করে।

জানা যায়, শুক্রবার বিকেলে উপজেলার মৃতিঙ্গা চা বাগানের জিএম বাংলোতে একটি মায়া হরিণ দেখতে পেয়ে প্রহরীরা হরিণটিকে আটক করেন। বাংলোর প্রহরীরা জিএম এস এ হেলালী জানালে তিনি স্থানীয় বনবিভাগকে খবর দেন। খবর পেয়ে শ্রীমঙ্গলস্থ মৌলভীবাজার বন্যপ্রাণী ও সংরক্ষণ বিভাগের রেঞ্জার মোনায়েম হোসেনের নিদের্শে লাউয়াছড়া বন্য প্রানী সংরক্ষণ বিভাগের লোকজন আটক মায়া হরিনটিকে রাতে উদ্ধার করে নিয়ে আসেন।

শ্রীমঙ্গলস্থ লাউয়াছড়া বন্যপ্রাণী ও সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন বলেন, চা বাগানের বাংলোয় হরিণটি দেখতে পেয়ে প্রহরীরা আটক করেন। পরে রাতে খবর পেয়ে উদ্ধার করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed