Logo

বড়লেখায় ১৩ দিন পর উদ্ধার অপহৃত মাদ্রাসা ছাত্রী

রিপোটার : / ৬২৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১০ জুলাই, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

মৌলভীবাজারের বড়লেখায় মাদ্রাসা ছাত্রী অপহরণের ২৮ দিন পরও তার সন্ধান মিলেনি। মামলা দায়েরের ১৩ দিনেও নিখোঁজ মাদ্রাসাছাত্রীকে উদ্ধার কিংবা অপহরণকারীরে কাউকে পুলিশ গ্রেফতার করতে না পারায় ছাত্রীটির বাবা-মা সহ স্বজনদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

জানা গেছে, উপজেলার ফকিরবাজার দাখিল মাদ্রাসার অস্টম শ্রেণির ছাত্রী ফারহানা বেগমকে মাদ্রাসায় যাওয়া-আসার সময় উত্যক্ত করতো মৃত আলাউদ্দিনের বখাটে ছেলে রুবেল আহম (২১)। তার ভয়ে ফারহানা (১৬) মাদ্রাসায় যাতায়াত বন্ধ করে দেয়। এক পর্যায়ে বিয়ের প্রস্তাব দিলে ছাত্রীটির পরিবার তা প্রত্যাখান করে। এতে ক্ষীপ্ত হয়ে বখাটে রুবেল আহমদ ১২ জুন মধ্যরাতে কয়েকজন সহযোগী নিয়ে ঘরের রজা ভেঙ্গে জোরপূর্বক মাদ্রাসাছাত্রী ফারহানা বেগমকে অপহরণ করে। ঘটনার ১৫ নি পর ২৭ জুন ছাত্রীটির চাচা রাসেল আহমদ অপহরণকারী বখাটে রুবেলকে প্রধান আসামী করে আরো ৩ জনের বিরুদ্ধে থানায় অপহরণ মামলা রুজু করেন (মামলা নং-১৫)।

মামলার বাদী রাসেল আহমদ জানান, মামলা দায়েরের ১৩ নি পরও তার ভাতিজিকে পুলিশ উদ্ধার ও আসামীদের কাউকে গ্রেফতার করতে না পারায় তারা অজানা উদ্বেগ-আতঙ্কে ভোগছেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবু সাঈদ জানান, অপহৃতা মাদ্রাসাছাত্রীকে উদ্ধার ও আসামীদের গ্রেফতার করতে তিনি বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছেন। বারবার স্থান পরিবর্তন করায় পুলিশ তাদের ধরতে ব্যর্থ হচ্ছে। তবে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed