Logo

২৫ জুলাই সিলেটে চালু হচ্ছে আরেকটি করোনা আইসোলেশন সেন্টার

রিপোটার : / ৬০০ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৮ জুলাই, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।। ২৫ জুলাই থেকে করোনা আইসোলেশন সেন্টার হিসেবে সেবা প্রদান করবে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এ লক্ষ্যে সব ধরণের প্রস্তুতি দ্রুত গতিতে এগিয়ে চলেছে। হাসপাতালে করোনা ইউনিট চালুতে মুল সহায়তায় থাকা কিডনি ফাউন্ডেশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। বুধবার করোনা আইসোলেশন সেন্টারের জন্য অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছেন কিডনি ফাউন্ডেশনের মহাসচিব কর্নেল (অব.) আবদুস সালাম বীরপ্রতীক। এ সময় উপস্থিত ছিলেন জুবায়ের চৌধুরী, ডা. বাহার, ডা. মুশফিক, ডা. নাজরা, ফরিদা নাসরিন, সুমন, রাসেলসহ সিলেট সদর এসোসিয়েশন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিবৃন্দ।

সিলেট কিডনি ফাউন্ডেশনের মহাসচিব কর্নেল (অব.) আবদুস সালাম বীরপ্রতীক জানান, প্রশাসনের তত্ত্বাবধানে হাসপাতালটিকে কোভিড আইসোলেশন সেন্টার হিসেবে রূপ দিতে সব ধরনের প্রস্তুতি তারা গ্রহণ করছেন। তিনি জানান, ফাউন্ডেশনের সভাপতি সিলেট কিডনি ফাউন্ডেশনের চেয়ারম্যান, যুক্তরাষ্ট্রের টেম্পল ইউনিভার্সিটির মেডিসিন ও নেফ্রোলজি বিভাগের অধ্যাপক ও ফিলাডেলফিয়ার ড্রেক্সেল ইউনিভার্সিটির অধ্যাপক ডা. জিয়াউদ্দিন আহমদের তত্ত্বাবধানে দেশ বিদেশের চিকিৎসকরা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে হাসপাতালে চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করবেন। আনুষঙ্গিক ব্যয় নির্বাহের জন্য ইতোমধ্যে বড় অঙ্কের একটি তহবিলও গঠন করেছে কিডনি ফাউন্ডেশন।

ইতোমধ্যেই কিডনি ফাউন্ডেশনের উদ্যোগে সিলেট শহরতলির খাদিমপাড়া ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালে করোনা আইসোলেশন সেন্টার স্থাপিত হয়েছে। সেখানে করোনা রোগী ও করোনার উপসর্গযুক্ত রোগীদের সেবা প্রদান করা হচ্ছে। সিলেটে এর আগে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল থেকেই শুধু করোনা ভাইরাসে আক্রান্ত ও উপসর্গযুক্ত রোগীদের চিকিৎসা প্রদান করা হচ্ছিলো। কিন্ত পরিস্থিতি পর্যালোচনায় রোগী বৃদ্ধির আশঙ্কা থেকে বিকল্প ভাবতে থাকে সিলেটের প্রশাসন। এক্ষেত্রে আর্থিক সহায়তায় এগিয়ে আসে সিলেট কিডনি ফাউন্ডেশন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed