Logo

শ্রীমঙ্গলে করোনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রধানমন্ত্রী’র ত্রাণ সহায়তা বিতরণ

রিপোটার : / ৬৬১ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৮ জুলাই, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট।।

মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলায় বুধবার ৮ জুলাই বাকী ৬০ জনের প্রত্যেককে দুই হাজার পাঁচশত টাকা করে মাননীয় প্রধানমন্ত্রীর’ উপহার হিসেবে প্রদান করা হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রণবীর কুমার দেব।

প্রশাসন সূত্রে জানা যায়, ৭ জুলাই পর্যন্ত উপজেলায় মোট ৬৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৬ জনকে পূর্বে অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। যারা এখনো হোম আইসোলেশনে আছেন তাদের বাড়িতে বরাদ্দকৃত উপহার পৌঁছে দেওয়া হবে। একইসাথে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ২ জন ব্যক্তির পরিবারের কাছে বরাদ্দকৃত উপহার পৌঁছে দেওয়া হবে।

উল্লেখ্য, এ বাবদ এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে। যার মধ্যে বুধবার ৬০ জনের জন্য ১ লাখ পঞ্চাশ হাজার টাকা বিতরণ করা হয়েছে। অবশিষ্ট পনের হাজার ভবিষ্যতে আক্রান্ত ব্যক্তিগণকে উপহার হিসেবে প্রদান করা হবে বলে ইউএনও জানান। তিনি জানান, বুধবার ৮ জুলাই নতুন করে আরো ৭ জন আক্রান্ত হয়েছেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed