Logo

মৌলভীবাজারে পাঁচ কোটি টাকার লেবু বিক্রির প্রত্যাশা চাষীদের

রিপোটার : / ৬৪৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৮ জুলাই, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট।।

মৌলভীবাজারে কাগজিসহ বিভিন্ন জাতের লেবুর এবছর ভালো ফলন হয়েছে। করোনায় লেবুর ব্যাপক চাহিদা থাকায় দামও ভাল পাচ্ছেন চাষিরা। জেলার সবচেয়ে বড় লেবুর আড়ৎ শ্রীমঙ্গলে বেচাকেনাও জমে উঠেছে। সরবরাহ ভাল হওয়ায় এবার চার থেকে পাঁচ কোটি টাকার লেবু বিক্রির আশা আড়ৎ ব্যবসায়ী সমিতির।

মৌলভীবাজারের পাহাড়-টিলার মাটি ও আবহাওয়া দু’টিই লেবু চাষের খুবই উপযোগী। জেলার সাতটি উপজেলায় প্রতি মৌসুমে বাণিজ্যিকভাবে ব্যাপক কাগজি, চায়না, জারা, পাতি ও কাটা লেবুর উৎপাদন হয়। তবে সবচে বেশি হয় শ্রীমঙ্গলে।

চাষিরা বলছেন, এ বছর প্রথম দিকে বিরুপ আবহাওয়ায় লেবু বাগানের কিছু ক্ষতি হলেও ফলন ভালোই হয়েছে। প্রত্যন্ত জনপদের চাষিরা বিক্রির জন্য লেবু নিয়ে আসছেন বাজারে। আর করোনায় লেবুর বাড়তি চাহিদা থাকায় কাক-ডাকা ভোরে শ্রীমঙ্গলের আড়ৎগুলো জমে উঠছে। এ সব লেবু দিনভর ট্রাকে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় নিয়ে যাচ্ছেন পাইকাররা। ভাল দাম ও ক্রয়-বিক্রয় জমে ওঠায় খুশি সবাই।

সরবরাহ ভাল হওয়ায় চলতি মৌসুমে চার থেকে পাঁচ কোটি টাকার লেবু বিক্রির আশাবাদ ব্যক্ত করেছেন মৌলভীবাজার শ্রীমঙ্গল আড়ৎ ব্যবসায়ী সমিতি সভাপতি মো. জসিম।

লেবু উৎপাদনে চাষিদের সার্বিক সহযোগিতা করবেন বলে জানিয়েছেন মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কাজী লুৎফুল বারী।

জেলায় এক হাজার ৬৩৩ হেক্টর জমিতে এবার ২৬ হাজার মেট্রিক টন লেবু উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed