Logo

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে কন্ঠশিল্পী সেলিম চৌধুরী

রিপোটার : / ১৬৩১ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।। দেশের প্রখ্যাত কন্ঠশিল্পী কমলগঞ্জের কৃতিসন্তান কন্ঠশিল্পী সেলিম চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে । ৫৫ বছর বয়সী এ সঙ্গীতশিল্পী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত গত ৬ই জুলাই থেকে সিলেটের নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন জানান, সোমবার কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

নিজের করোনা আক্রান্তের তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে সেলিম চৌধুরী বলেন, গতকাল তার রিপোর্ট পজেটিভ আসে। বর্তমানে তিনি শারিরীকভাবে অনেকটা সুস্থ আছেন। হাসপাতালে ভর্তি হওয়ার আগে গ্রামের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগরে ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed