Logo

ফলো আপ : কমলগঞ্জ সেই মন্দিরের ঢালাই ভেঙে ফেলার নির্দেশ দিল প্রশাসন

রিপোটার : / ৬৬৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৪ জুলাই, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।। অবশেষে ত্রুটিপূর্ণ নির্মাণ কাজের অভিযোগে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগর চা বাগানের নির্মাণাধীন দুর্গা মন্দিরের ঢালাইকৃত ছাদ ভেঙ্গে ফেলার নির্দেশ দিলেন মৌলভীবাজার এলজিইডির নির্বাহী প্রকৌশলী আজিম উদ্দীন সরদার।

উল্লেখ্য যে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন ১০ লাখ টাকার এই দুর্গা মন্দির নির্মাণ প্রকল্পের কাজ পান মৌলভীবাজারের ঠিকাদরী প্রতিষ্ঠান শিপা এন্টারপ্রাইজ। বুধবার সন্ধ্যায় মন্দিরের ছাদ ঢালাই সম্পন্ন হবার আধা ঘণ্টার মধ্যেই ছাদের মধ্যখানে একটি অংশ ধসে পড়ে। খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড় শুরু হয়। সংবাদকর্মীদের কাছ থেকে ছাদ ভেঙে পড়ার খবর পেয়েই মৌলভীবাজার এলজিইডির নির্বাহী প্রকৌশলী আজিম উদ্দীন সরদার দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। বিকেল ৬টায় সরেজমিন আসলে উপস্থিত ঠিকাদার ও সহকারী প্রকৌশলী নির্বাহী প্রকৌশলীকে দেখে চমকে চান। তিনি মন্দিরের কাজ পরিদর্শন করেন এবং মন্দিরের কাজে ত্রুটি হয়েছে বলে কাজ বন্ধ রাখতে নির্দেশ দেন এবং ঢালাইকৃত ছাদটি ভেঙে ফেলে উপজেলা ও জেলা অফিসের তদারকিতে পুনরায় নতুনভাবে ঢালাইয়ের কাজ করার নির্দেশ দেন।

এদিকে সাইটে দায়িত্বরত স্থানীয় উপজেলা সহকারী প্রকৌশলী রাকিবুল ইসলাম মন্দিরের কাজে কোনো অনিয়ম হয়নি বলে দাবি করেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed