বড়লেখা প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলা থেকে হত্যা মামলায় শাহেদ আহমদ নামে এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার রাতে সাড়ে ৭টায় বড়লেখা থানার শাহাবাজপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার রাতে র্যাব-৯ সিলেটের এএসপি মিডিয়া অফিসার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, সিলেটের ক্ষিণ সুরমায় গত ১০ জুন অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। এই হত্যাকান্ডে দায়ের করা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারের পর শাহে আহমদ হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।
র্যাব আরও জানায়, পরকীয়ার জন্য উত্ত্যক্তের সূত্র ধরে মৌসুমী বেগম, তার স্বামী রুহুল আমিন ও শাহেদ আহমদ তাকে হত্যা করে লাশ বস্তাবন্দি করে ফেলে রাখে। ১২ জুন মৌসুমী ও তার স্বামী রুহুল আমিনকে গ্রেফতার করে র্যাব। তারা শাহেদকে নিয়ে এ হত্যাকান্ডটি ঘটিয়েছে বলে স্বীকার করেছে।