কমলকন্ঠ রিপোর্ট ।।
রোনা ভাইরাসের মাঝেও থেমে থাকেনি মাদক পাচার। মাদকের ছোবলে ধ্বংস হচ্ছে মৌলভীবাজারের যুব সমাজ। জেলার কমলগঞ্জ উপজেলার শমসেরনগর এলাকা থেকে ১১৮ পিস ইয়াবাসহ আজ একব্যক্তিকে আটক করেছে মৌলভীবাজার ডিবি পুলিশ ।
মৌলভীবাজার জেলা ডিবি পুলিশ, গোপন সংবাদ সংবাদের ভিত্তিতে আজ (২৯ জুন, সোমবার ) সন্ধ্যায় কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের মোকামবাজার ব্রাক অফিস সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ব্যাটারি চালিত অটোরিক্সা যোগে মাদক পাচার কালে ১১৮ পিস ইয়াবাসহ ফয়সাল আহমেদ ( টিটু ৩২) নামে একব্যক্তিকে আটক করেছে । আটককৃত যুবক কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের ন‘মৌজা গ্রামের মনাফ মিয়ার ছেলে ।