Logo

শ্রীমঙ্গলের লজ্জাবতী বানর বাচ্চা জন্ম দিল

রিপোটার : / ৬২৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের একটি লজ্জ্বাবতী বানর বাচ্চা জন্ম দিয়েছে। গত সোমবার সকালে সেবা ফাউন্ডেশনে থাকা লজ্জ্বাবতী বানরটি বাচ্চা দেয়। জন্মের পর থেকে বাচ্চাটি মায়ের দুধ খাচ্ছে।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, মা লজ্জ্বাবতী বানরটি অনেক বছর ধরে এখানে রয়েছে। এর আগে আরো তিন বার এটি বাচ্চা দিয়েছে। সব বাচ্চা আমরা অবমুক্ত করেছিলাম। এটিও প্রাপ্ত বয়স্ক হলে আমরা অবমুক্ত করে দেবো। গত ছয় বছরে এবারের টা মিলে ৪টি বাচ্চা দিলো প্রাণীটি। সদ্য জন্ম নেওয়া বাচ্চাটি ও মা সুস্থ্য রয়েছে।
তিনি জানান, লজ্জাবতী বানরের বৈজ্ঞানিক নাম:Nycticebus bengalensis এটি লরিসিডি পরিবারের একটি বানর প্রজাতি। আইইউসিএন লাল তালিকায় সংকটাপন্ন হিসেবে লজ্জাবতী বানর অন্তর্ভুক্তি ঘটেছে। প্রায় দুই বছর পর পর এরা সন্তান প্রসব করে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed