Logo

মৌলভীবাজারে করোনা চিকিৎসায় ২৫টি অক্সিজেন সিলিন্ডার দিলো আবুল খায়ের গ্রুপ

রিপোটার : / ৫২০ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২২ জুন, ২০২০

image_pdfimage_print

কমলকন্ঠ রিপোর্ট ।।

করোনা দূর্যোগ মোকাবেলায় মৌলভীবাজার সর হাসপাতালের অক্সিজেন সিলিন্ডার সংকট থাকায় আবুল খায়ের গ্রুপ মৌলভীবাজার পৌরসভাকে ২৫ অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছে।

সোমবার (২২ জুন) দুপুরে হাসপাতাল প্রাঙ্গনে আনুষ্ঠিানিক ভাবে মৌলভীবাজার পৌরসভার মেয়র অক্সিজেন সিলিন্ডার ২৫০ শয্যা সর হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ পার্থ সারথি ত্ত কাননগো, জেলা সিভিল সার্জন ডাঃ তাউহী আহমদ। অক্সিজেন সিলিন্ডার পেতে সহযোগিতা করেছেন অগ্রনী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামছুল ইসলাম।

হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, আবুল খায়ের গ্রুপের দেয়া ২৫টি অক্সিজেন সিলিন্ডার পাওয়ার পর করোনা রোগীর চিকিৎসা দিতে অনেক সহায়ক হবে।

অক্সিজেনের প্রয়োজনে করোনা আক্রান্তদের চিকিৎসা প্রদান করা হাসপাতালগুলোকে যোগাযোগের জন্য আবুল খায়ের গ্রুপ একটি হেল্পলাইন চালু করেছে। তারা জানিয়েছেন অক্সিজেনের প্রয়োজনে ০১৯৮৮৮০২১৬৬ নম্বরে যোগাযোগ করলে বিনামূল্যে অক্সিজেন রিফিল সুবিধা পাওয়া যাবে।


আরো সংবাদ পড়ুন...

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Developed By Radwan Ahmed