Logo

শ্রীমঙ্গলে বাস চাপায় শিশু নিহত, সড়ক অবরোধ

রিপোটার : / ৬৬৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২২ জুন, ২০২০

শ্রীমঙ্গল প্রতিবেদক ।।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঢাকা-সিলেট মহাসড়কে কুমিল্লা টান্সপোর্টের বাসের চাপায় এক শিশু নিহত হয়েছে। সোমবার (২২ জুন) সকাল সাড়ে ৮টার দিকে শ্রীমঙ্গলের ইছবপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম চৈতী দেব (৭) সে ইছবপুর এলাকার টমটম চালক সুমন দেবের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইছবপুর এলাকার শিশুটি দোকানে আসলে রাস্তা পারাপারের সময় সিলেট থেকে দ্রুতগতিতে আসা কুমিল্লাগামী বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনার পর পুলিশ দেরিতে আসার কারণে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়ক আধা ঘন্টা অবরোধ করে রাখে স্থানীয়রা। পরে এলাকাবাসী ৯৯৯ এ কল করলে হাইওয়ে পুলিশ ও শ্রীমঙ্গল থানার পুলিশ এসে সড়কের অবরোধ তুলে দেয়।

শ্রীমঙ্গল থানার পুলিশের উপ-পরিদর্শক আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। ঘাতক বাস ও চালককেও আমরা আটক করেছি ৷


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed