Logo

করোনায় এ পর্যন্ত ৩৯৫ জন সাংবাদিক আক্রান্ত ।। মৃত্যু ৭

রিপোটার : / ৫৮৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২১ জুন, ২০২০

image_pdfimage_print

কমলকন্ঠ রিপোর্ট ।।

দেশে বেড়েই চলছে করোনা আক্রান্তের সংখ্যা। থেমে নেই মৃত্যুর ঘণ্টাও। সেই তালিকায় যুক্ত হয়েছেন দেশের চিকিৎসক, পুলিশ, সাংবাদিসকসহ করোনাকালীন সম্মুখ যোদ্ধারা। সর্বশেষ আজ দেশের প্রবীণ সাংবাদিক কামাল লোহানী প্রাণঘাতি এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। ‘আমাদের গণমাধ্যম আমাদের অধিকার’ শীর্ষক ফেসবুক গ্রুপ সূত্রে জানা যায়, এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ জন গণমাধ্যম কর্মী। এছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন আরো সাত জন। আক্রান্ত হয়েছেন অন্তত ৩৯৫ জন সাংবাদিক।
কামাল লোহানীসহ করোনায় আরো যারা মৃত্যু বরণ করেছেন তারা হলেন- দৈনিক সময়ের আলোর নগর সম্পাদক ও প্রধান প্রতিবেদক হুমায়ুন কবির খোকন, দৈনিক জবাবদিহির সহকারি সার্কূলেশন ম্যানেজার শেখ বারিউজ্জামান, এনটিভির অনুষ্ঠান বিভাগের প্রধান মোস্তফা কামাল সৈয়দ, ফিনান্সিয়াল এক্সপ্রেসের কক্সবাজার প্রতিনিধি আব্দুল মোনায়েম খান। দৈনিক উত্তরকোন (বগুড়া) সম্পাদক মোজাম্মেল হক চিকিৎসাধীন অবস্থায় ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মৃত্যু বরণ করেন।
দৈনিক ভোরের ডাক পত্রিকার চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি গোলাম মোস্তফা ১১ জুন উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন। পরবর্তীতের তার কোভিড-১৯ রেজাল্ট পজেটিভ আসে।

এছাড়াও করোনা উপসর্গ নিয়ে যারা মারা গেছেন তারা হলেন- দৈনিক সময়ের আলোর সিনিয়র সাবএডিটর মাহমুদুল হাকিম অপু, দৈনিক ভোরের কাগজের ক্রাইম রিপোর্টার আসলাম রহমান, দৈনিক বাংলাদেশের খবরের প্রধান আলোকচিত্রী মিজানুর রহমান খান, দৈনিক বগুড়া পত্রিকার বার্তা সম্পাদক ওয়াসিউর রহমান। সিলেটের আঞ্চলিক নিউজ পোর্টাল আজকের সিলেট ডটকমের (বালাগঞ্জ) প্রতিনিধি উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সিনিয়র সাংবাদিক সুমন মাহমুদ করোনা উপসর্গ নিয়ে পুরান ঢাকার গেন্ডারিয়ায় আসগর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। করোনার উপসর্গ নিয়ে চাঁদপুরে চিকিৎসাধীন অবস্থায় দৈনিক সমাচার ও চাঁদপুর জমিন পত্রিকার ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক আবুল হাসনাত মারা যান।


আরো সংবাদ পড়ুন...

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Developed By Radwan Ahmed