শ্রীমঙ্গল প্রতিবেদক ।। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেকার চা শ্রমিকদের জীবন মান উন্নয়ন, আয় বৃদ্ধি ও কর্মসংস্থানের জন্য ৪০ জোড়া ভেড়া বিতরণ করা হয়েছে। রোববার (২১জুন) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলার কালিঘাট ইউনিয়নের হোসনা বাদ চা বাগানের ৪০ টি শ্রমিক পরিবারের মাঝে ৪০ জোড়া ভেড়া বিনামূল্যে বিতরণ করা হয়।
এমসিডা এর নির্বাহী পরিচালক তহিরুল ইসলাম মিলন’র সঞ্চালনায় ভেড়া বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের বিশেষ কর্মসূচির আওতায় ও স্থানীয় এনজিও সংগঠন এমসিডা’র উদ্যোগে এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী ও পশু সম্পদ কর্মকর্তা মো. রুহুল আমিন, জেলা সরকার প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, এমসিডা সভাপতি মিজানুর রহমান আলম ও প্রোগ্রাম কো-অডিনেটর এমদাদুল হক।
জানা যায়, হোসনাবাদ চা বাগানে কর্মহীন বেকার ৪০ টি পরিবারের মাঝে দুটি করে ভেড়া বিনামূল্যে দেওয়া হয়। শ্রমিকরা এই ভেড়ার বংশ বৃদ্ধি করে নিজেদের স্বাবলম্বী করে তুলতে পারে।