Logo
সংবাদ শিরোনাম :
মনোনয়ন নিয়ে ফিরে নিজ এলাকায় অভিনন্দিত হলেন উপাধ্যক্ষ আব্দুস শহীদ বর্ণাঢ্য আয়োজনে নাচে-গানে সাঙ্গ হলো ঐতিহ্যবাহী মণিপুরি মহারাসলীলা মৌলভীবাজার-৪ আসনে ৭ম বারের মতো মনোনয়ন পেলেন উপাধ্যক্ষ আব্দুস শহীদ গঙ্গা স্নানের মাধ্যমে সম্পন্ন হল চা শ্রমিকদের ২৩তম কাত্যায়ানী পূজা কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্য দিয়ে রাসোৎসব শুরু মণিপুরী চারণ কবি গোকুলানন্দ গীতিস্বামীর জন্মবার্ষিকী পালন কমলগঞ্জে জিপিএ-৫ পেয়েছে-১১৩ জন ।। পাসের হার- ৭১.৯৮% শ্রীমঙ্গলে গারোদের নবান্ন উৎসব ‘ওয়ানগালা’কে ঘিরে আনন্দ আয়োজন কমলগঞ্জে দু’দিনব্যাপী মধুচাষীদের প্রশিক্ষণ সমাপ্ত আবারও টানা ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছে বিএনপি কমলগঞ্জে খাসিয়াদের ঐতিহ্যবাহী ‘খাসি বর্ষ বিদায় ’ উৎসব পালিত পাত্রখোলা চা বাগানের ক্লাব সড়ক থেকে ৫টি আকাশমনি গাছ চুরি মৌলভীবাজার-৪ আসনে কে হচ্ছেন নৌকার মাঝি ! কমলগঞ্জে পরিবার কল্যাণ সেবা সপ্তাহ উপলক্ষে  এ্যাডভোকেসি সভা কমলগঞ্জে হরতালে বিএনপি`র বিক্ষোভ মিছিল কমলগঞ্জ মাদকসহ ১ জন আটক ইউএনও’র পরিচয় দিয়ে প্রতারক চক্রের টাকা দাবি ৭ম বারের মতো মৌলভীবাজার-৪ আসনে দলীয় মনোনয়ন কিনলেন ড. শহীদ কমলগঞ্জ ইসকন নামহট্ট মন্দিরে অন্নকূট উৎসব পালন আগুনে পুড়ে ছাঁই হলো অসহায় পরিবারের বসতঘর

শিক্ষার্থীদের অধিকার সুরক্ষার দাবীতে সিলেটে স্মারকলিপি প্রদান

রিপোটার : / ৬৮৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২১ জুন, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

দেশব্যাপী চলমান করোনা মহামারীর এই দুঃসময়ে সরকারী-বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বেতন মওকুফ ও অধিকার সুরক্ষার দাবীতে শিক্ষা সচিব বরাবরে স্মারকলিপি প্রদান করেছে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রোববার (২১ জুন) দুপুরে সিলেটের জেলা প্রশাসক কাজী ইমদাদুল হকের কাছে এই স্মারকলিপি প্রদান করেন তারা। জেলা প্রশাসকের পক্ষে উক্ত স্মারকলিপি গ্রহণ করেন জেলা প্রশাসক কার্যালয়ের জারি কারক মো. শাহ আলম।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম, মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তোফায়েল আহমদ, যুগ্ম সম্পাদক হোসাইন আহমদ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ লস্কর মুনিম, যুগ্ম সম্পাদক আলী আকবর রাজন ও ছাত্রদল নেতা জয়নাল আবেদীন রাহেল প্রমুখ।

শিক্ষা সচিব বরাবরে পেশ কৃত স্মারকলিপিতে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সকল যৌক্তিক দাবীর পক্ষে স্বোচ্ছার ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। করোনাভাইরাসের কারণে দুই মাসেরও অধিক সময় ধরে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এই অবস্থা শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বেই চলমান রয়েছে। দীর্ঘমেয়াদী লকডাউনের কারণে শুধু বাংলাদেশ নয়, বিশ্ব অর্থনীতি আজ স্থবির হয়ে পড়েছে। এই ক্রান্তিলগ্নে শিক্ষার্থীদের পড়ালেখার খরচ চালানো সকল অভিভাবকের জন্য কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষার্থীদের প্রতি সদয় হয়ে সরকারী-বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বেতনাদি মওকুফ করতে পারলে তা হতে পারে মানবতার জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত।

স্মারকলিপিতে নেতৃবৃন্দ আরো বলেন, সরকারী-বেসরকারি বিশ্ববিদ্যালয়, স্কুল ও কলেজ পর্যায়ে টেলিভিশন ও অনলাইনে কিছুটা কার্যক্রম চালু থাকলেও সেটি সবার কাছে পৌছাচ্ছেনা। কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন দুই হাজারেরও বেশী কলেজ এর বাইরে রয়েছে। এক জরিপে দেখা গেছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস চালানো সম্ভব নয়। এমনকি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীও অনলাইনে ক্লাসে যুক্ত হওয়ার সংগতি নেই। পরিস্থিতি বিবেচনায় এই মুহূর্তে সকল প্রতিষ্ঠানের অনলাইনে ক্লাস, ভর্তি ও পরীক্ষা বন্ধ রাখার দাবী জানাচ্ছে ছাত্রদল। করোনা পরিস্থিতিতে যেসকল শিক্ষা প্রতিষ্ঠান সরকারী রাজস্ব থেকে বেতন পায়না, এমনকি এসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীগণ শিক্ষার্থীদের বেতনের উপর নির্ভরশীল ঐসব প্রতিষ্ঠানের ঘাটতি সরকারী বরাদ্দ থেকে পূরণের আহ্বান জানিয়েছে তারা। অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাজীবন চালু রাখার স্বার্থে তাদের পরিবারসমুহকে আর্থিক অনুদান প্রদান করা উচিত। করোনা পরিস্থিতি গতি কিছুটা শিথিল হলে ভয়, শঙ্কা ও উদ্বেগকে পেছনে টেলে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবং সেশন জট সামাল দিতে একটি পরিকল্পিত সমন্বিত উদ্যোগের মাধ্যমে শিক্ষা কার্যক্রম শুরুর দিকে এগিয়ে যাওয়াটা সমীচীন বলে ছাত্রদল মনে করে। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় সাধারণ শিক্ষার্থীদের উপরোল্লিখিত দাবী সমূহ মেনে নেয়ার জন্য সরকারের শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগের প্রতি জোর দাবী জানান তারা।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed