আলীনগর প্রতিবেদক ।।
মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুর ইউনিয়নের ভানুবিল গ্রামে একই দিন দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে। তারা হলেন ওয়াহিদ মিয়া (৬৬) ও আবুল মিয়া। তাদের জ্বর,কাশি উপস্বর্গ ছিল বলে জানা গেছে। শুক্রবার সকালে মৃত্যু দুইজনের করোনা নমুনা সংগ্রহ করেছে মেডিকেল টিম। এছাড়া অসুস্থ্য আরেক বৃদ্ধ রমুজ মিয়ারও নমুনা সংগ্রহ করা হয়েছে।
জানা যায়, উপজেলার আদমপুর ইউনিয়নের ভানুবিল গ্রামের বৃদ্ধ ওয়াহিদ মিয়া শুক্রবার দিবাগত রাত ২টায় মারা যান। একই এলাকার আবুল মিয়া সকাল ৭টায় মারা যান। এলাকায় ছড়িয়ে পড়ে তারা করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। একই গ্রামের আরেক বৃদ্ধ গুরুত্ব অসুস্থ্য হন। ২ জনের মৃত্যু ও একজনের অসুস্থ্যতার খবরে গোটা এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।
উপজেলা প্রশাসন বিষয়টি জানলে উপজেলা স্বাস্থ্য বিভাগের নমুনা সংগ্রহ টিম সকাল ১১টায় তিনজনের নমুনা সংগ্রহ করেছে।
স্থানীয় ইউপি সদস্য মনিন্দ্র কুমার সিংহ জানান, আসলে দুইজনই বৃদ্ধ। অসুস্থ্য হয়ে মারা যান। তবে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর হয়েছে বলে মনে করছেন না। তবে এলাকার মানুষের সন্দেহ দুর করনের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।