Logo

শ্রীমঙ্গলে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে সমাবেশ

রিপোটার : / ৫৯০ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০

শ্রীমঙ্গল প্রতিনিধি :: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও এ আইনে দায়ের করা মামলায় সিরাজুম মুনিরা, দিদার, কিশোর, মোস্তাক, কাজলসহ আটককৃতরে অবিলম্বে মুক্তি চেয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সম্মিলিত নাগরিক সমাজ। বৃহস্পতিবার ১৮ জুন ১২ টায় শ্রীমঙ্গল চৌমুহনায় এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

প্রীতম দাশের সঞ্চলনায় এতে বক্তব্য রাখেন, এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি এস কে দাশ সুমন,
এডভোকেট আবুল হাসান, সিলেট টুডের প্রতিনিধি হৃদয় দাশ শুভ, প্রভাষক জলি পাল, ছাত্র ইউনিয়নের জাভে ভুইয়া প্রমুখ।

বক্তরা সমাবেশে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও এই আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দিদার, মোস্তাক, কাজল ও কিশোরসহ সবার মুক্তির দাবি জানান।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed