বড়লেখা প্রতিনিধি ।। মৌলভীবাজারের বড়লেখা থেকে গর্ভাবস্থায় সন্তান হত্যা মামলার প্রধান আসামি রিমন আহমদ (২৪) আটক করেছে র্যাব। বুধবার (১৭ জুন) রাত ৮টায় বড়লেখার শাহাবাজপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।
গ্রেফতার হওয়া রিমন আহমেদ সিলেটের কানাইঘাট উপজেলার ডাউকেরগুল গ্রামের মৃত ফয়েজ আহমদের ছেলে।
র্যাব সূত্র জানায়, রিমন আহমদের বিরুদ্ধে গর্ভাবস্থায় শিশু হত্যার ঘটনায় গত ১২ জুন কানাইঘাট থানায় একটি মামলা (নং ৮/১৪৪) ায়ের করা হয়। মামলাায়েরের পর থেকেই রিমন পলাতক ছিলেন। বুধবার (১৭ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর উপ-পরিচালক মেজর মো. শওকাতুল মোনায়েম এর নেতৃত্বে একটি আভিযানিক দল বড়লেখা উপজেলার শাহাবাজপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে রিমন আহমদকে গ্রেফতার করে। গ্রেফতারের পর রিমনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে