Logo
সংবাদ শিরোনাম :
মণিপুরীদের ঐতিহাসিক ‘চহি তারেৎ খুনতাকপা’ দিবস উদযাপন প্রেসক্লাব সভাপতির পুত্র শৈবালে‘র ট্যালেন্টপুলে বৃত্তি লাভ কমলগঞ্জে বোরো চাষের জন্য কৃষকের উদ্যোগে ক্রসবাঁধ নির্মাণ সিপিএসটি-২০ প্রাইজমানি ক্রিকেট টুর্ণামেন্টে হবিগঞ্জ চ্যাম্পিয়ন কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৩ এর ফল প্রকাশ কমলগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক রসুলপুরে নৌকার নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত আম্বিয়া কিন্ডারগার্টেন স্কুলে অভিভাবক দিবস পালন। কমলগঞ্জে পূর্ব শক্রতার জের ধরে হামলা; ৩ জনকে আটক করে গণপিটুনি মৌলভীবাজারে তৃণমূল পর্যায়ে সরকারি সেবার মানোন্নয়নে গণশুনানি বড়দিন উৎসবকে ঘিরে কমলগঞ্জের ৪৪টি গির্জায় চলছে প্রস্তুতি সাবেক চেয়ারম্যান আব্দুল মছব্বির স্মরণে আলোচনা সভা কমলগঞ্জে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা পুলিশ এসল্ট মামলায় কমলগঞ্জে যুবদল নেতা পৌর কাউন্সিলর গ্রেপ্তার কমলগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা ও লুটপাটের অভিযোগ মৌলভীবাজারের ৪টি আসনে প্রতীক বরাদ্দের পর প্রচারণায় প্রার্থীরা দ্বাদশ জাতীয় নির্বাচনে মৌলভীবাজারের ৪টি আসনে প্রতিদ্বন্ধিতা করবেন ২০ জন প্রার্থী কমলগঞ্জে যুব ফোরাম গঠন যথাযোগ্য মর্যাদায় কমলগঞ্জে ৫২ তম বিজয় দিবস উদযাপন কমলগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

হাকালুকিতে মাছের দুষ্প্রাপ্যতা ।। অর্ধেক দামেও বিল ইজারা যাচ্ছে না ।। ব্যাপক রাজস্ব হারাবে সরকার

রিপোটার : / ২৪৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১

কমলকন্ঠ রিপোর্ট ।। হাকালুকি হাওরের বিভিন্ন জলমহালে মাছের দুষ্প্রাপ্যতা দেখা দেয়ায় কোনো মৎস্যজীবি সমবায় সমিতি সরকার নির্ধারিত ইজারা মূল্যের অর্ধেক দামেও এসব জলমহালের ইজারা নিতে আগ্রহী হচ্ছে না । বারবার খাস কালেকশনের দরপত্র দিয়েও কাঙ্খিত মূল্য পাওয়া যাচ্ছে না। সোয়া কোটি টাকা রেন্টের ‘জলা বালিজুরি’ বিল মাত্র ২৬ লাখ টাকায় খাস কালেকশন দিয়েছে জেলা জলমহাল কমিটি। ফলে সরকার পড়েছে লাখ লাখ টাকার রাজস্ব লোকসানে।
হাওরপারের মৎস্যজীবি সমবায় সমিতির নেতৃবৃন্দ জানান, বিলের সঠিক রক্ষনাবেক্ষণের অভাবে ইজারার আগেই বিলের মাছ লুটে নেওয়া, অবৈধ মাছ শিকার বন্ধ না করা ও মাছের উৎপাদন বৃদ্ধির প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় হাকালুকি হাওরের জলাশয়গুলোতে মাছের দষ্প্রাপ্যতা দেখা দিয়েছে। বিভিন্ন বিলের সরকার নির্ধারিত ইজারা মূল্যের অর্ধেক দামেরও মাছ পাওয়ার সম্ভাবনা নেই। তাই নিশ্চিত লোকসান জেনে অনেকেই বিলের ইজারা নিতে আগ্রহী হচ্ছে না। প্রস্তাবিত মূল্যে ইজারা দেওয়া না হলেও এ টাকাও সরকার হারিয়ে ফেলবে।
জেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটি সূত্রে জানা গেছে, হাকালুকি হাওরের বিশ একরের অধিক আয়তনের জলমহালের সরকারি রাজস্ব আদায় করা যায়নি এমন পাঁচটি বিলের ১৪২৮ বঙ্গাব্দের ৩১ চৈত্র পর্যন্ত খাস আদায়ের জন্য দরপত্র আহ্বান করা হয়। এর পরিপ্রেক্ষিতে ১০ ও ১৫ নভেম্বরের মধ্যে কয়েকটি মৎস্যজীবি সমবায় সমিতি ইজারা গ্রহণের আবেদন করে।
প্রায় ৫শ’ একর আয়তনের বড়লেখার ‘হাওয়া বর্ণি সিংজুরী ও ফুটবিল গ্রুপ (বদ্ধ) ফিসারী’র সরকারি ইজারা মূল্য ৬১ লাখ ৮২ হাজার ৮৭৯ টাকা। এ বিল খাস কালেকশনে ইজারা নেওয়ার জন্য টেন্ডারের তৃতীয় পর্যায়ে ১০ লাখ ২৭ হাজার ৫২৫ টাকায় প্রস্তাব করে হাকালুকি মৎস্যজীবি সমবায় সমিতি। যা সরকারি মূল্যের চেয়ে প্রায় ৫২ লাখ টাকা কম।
প্রায় ৭০ একর আয়তনের ‘দুধাই বিল বদ্ধ’ জলমহালের সরকারি ইজারা মূল্য ১০ লাখ ৫২ হাজার ১০০ টাকা। দ্বিতীয় পর্যায়ের টেন্ডারে ৩ লাখ ২ হাজার টাকায় বিলটি খাস কালেকশনে নিতে প্রস্তাব করে বড়লেখার ‘দূর্গাই মৎস্যজীবি সমবায় সমিতি’ পশ্চিম গগড়া। যা ইজারা মূল্যের চেয়ে সাড়ে ৭ লাখ টাকা কম।
প্রায় ৩৫ একর আয়তনের বড়লেখার ‘নিরাই বিল ও খাল’ এর সরকারি ইজারা মূল্য ৪ লাখ ৫৯ হাজার ৯০০ টাকা। প্রথম পর্যায়ে এ জলমহালটির মাত্র ৩৫ হাজার টাকা ইজারা প্রস্তাব করেছে বড়লেখার ইসলামপুরের ‘যমুনা মৎস্যজীবি সমবায় সমিতি’।
প্রায় ২৮৬ একর আয়তনের হাকালুকির ‘কালাপানি (বদ্ধ)’ জলমহালের সরকারি ইজারা মূল্য ১০ লাখ ৫৩ হাজার ৩৬৬ টাকা। এ বিলটি সর্বোচ্চ দরদাতা হিসেবে ৩ লাখ ৫ হাজার টাকায় খাস কালেকশন ইজারা নেওয়ার প্রস্তাব করে জুড়ীর ‘যমুনা মৎস্যজীবি সমবায় সমিতি’। যা সরকারি ইজারা মূল্যের প্রায় সাড়ে ৭ লাখ টাকা কম।
বড়লেখা সহকারি কমিশনার (ভুমি) জাহাঙ্গীর হোসাইন জানান, জেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির গত ২১ নভেম্বরের সভায় হাকালুকির কয়েকটি বিলের খাস কালেকশনের দরপত্র আবেদন নিয়ে আলোচনা হয়। সরকারি মূল্যের চেয়ে প্রস্তাবিত মূল্য অনেক কম হওয়ায় চারটি বিলের দরপত্র আবেদন গ্রহণ না করার সিদ্ধান্ত গৃহীত হয়। পুনরায় আহ্বানকৃত দরপত্র আবেদন নিয়ে মঙ্গলবার জেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটি সভায় বসবে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed