Logo
সংবাদ শিরোনাম :
মণিপুরীদের ঐতিহাসিক ‘চহি তারেৎ খুনতাকপা’ দিবস উদযাপন প্রেসক্লাব সভাপতির পুত্র শৈবালে‘র ট্যালেন্টপুলে বৃত্তি লাভ কমলগঞ্জে বোরো চাষের জন্য কৃষকের উদ্যোগে ক্রসবাঁধ নির্মাণ সিপিএসটি-২০ প্রাইজমানি ক্রিকেট টুর্ণামেন্টে হবিগঞ্জ চ্যাম্পিয়ন কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৩ এর ফল প্রকাশ কমলগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক রসুলপুরে নৌকার নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত আম্বিয়া কিন্ডারগার্টেন স্কুলে অভিভাবক দিবস পালন। কমলগঞ্জে পূর্ব শক্রতার জের ধরে হামলা; ৩ জনকে আটক করে গণপিটুনি মৌলভীবাজারে তৃণমূল পর্যায়ে সরকারি সেবার মানোন্নয়নে গণশুনানি বড়দিন উৎসবকে ঘিরে কমলগঞ্জের ৪৪টি গির্জায় চলছে প্রস্তুতি সাবেক চেয়ারম্যান আব্দুল মছব্বির স্মরণে আলোচনা সভা কমলগঞ্জে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা পুলিশ এসল্ট মামলায় কমলগঞ্জে যুবদল নেতা পৌর কাউন্সিলর গ্রেপ্তার কমলগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা ও লুটপাটের অভিযোগ মৌলভীবাজারের ৪টি আসনে প্রতীক বরাদ্দের পর প্রচারণায় প্রার্থীরা দ্বাদশ জাতীয় নির্বাচনে মৌলভীবাজারের ৪টি আসনে প্রতিদ্বন্ধিতা করবেন ২০ জন প্রার্থী কমলগঞ্জে যুব ফোরাম গঠন যথাযোগ্য মর্যাদায় কমলগঞ্জে ৫২ তম বিজয় দিবস উদযাপন কমলগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

কমলগঞ্জে অতর্কিত হামলায় ৪ পুলিশ সদস্য আহত

রিপোটার : / ৩১০ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩

আদমপুর প্রতিনিধি ।।

মৌলভীবাজারের কমলগঞ্জে অজ্ঞাত ব্যক্তিদের অতর্কিতে হামলায় ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনার পর যুবদল নেতার দোকানপাট লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় আদমপুর ইউনিয়নে নইনারপার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তবে পুলিশের দাবি এ হামলার ঘটনাটি বিএনপি নেতাকর্মীদের।

পুলিশ সূত্রে জানা যায়, নইনারপারে ছাত্রদল নেতা ফয়সাল আহমদের বাসায় বিএনপি, ছাত্রদল, যুবদল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বৈঠক করার খবর পেয়ে পুলিশের দুইটি টিম ঘটনাস্থলে গিয়ে ধাওয়া করলে বৈঠক ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় আড়াল থেকে বিএনপি নেতাকর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল ছুরলে ৪ পুলিশ আহত হয়। সাথে সাথেই পুলিশের উপর হামলার নিন্দা জানিয়ে কিছুক্ষন পর যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল বের করেন।

হামলায় আহত পুলিশ সদস্যরা হলেন- এসআই বিজয় প্রসাদ দেবনাথ, এএসআই পরিমল চন্দ্র সীল, কনস্টেবল মো. আজহারুল ইসলাম রাব্বি, আমিনুল ইসলাম। আহতদের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

অভিযোগের বিষয়ে ছাত্রদল নেতা ফয়সাল আহমেদ বলেন, অন্যান্য দিনের মতো সবাই বসে মিটিং করছিলাম। কোনো গোপন বৈঠক নয়। হঠাৎ পুলিশের বাঁশির আওয়াজ শুনে সবাই পালিয়ে যায়। তাদের ওপর কেউ ইটপাটকেল নিক্ষেপ করিনি। এটা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সাজানো নাটক। তারাই এ নাটক সাজিয়ে আমাদের ফাসাতে চাচ্ছে। তবে পুলিশের উপর এ ঘটনার তীব্র নিন্দা জানাই।

তিনি আরও বলেন, এলাকার ছাত্রদল নেতা অনিকের বাসায় হামলা চালানো হয়েছে ও যুবদল নেতা কবির হোসেনের দোকানপাট লুটপাট ও ভাঙ্গচুর করা হয়েছে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, বিএনপির কর্মসূচি বাস্তবায় ও নাশকতা করার পরিকল্পনা করছিলো। এ ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ যাওয়ার সাথে সাথেই হামলা করে তারা। এতে ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করা হয়নি।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed